Craigslist Earning





Mac changer software: Download
Screen shot software:  Download


Sweel Name for email create:
Sweetie   , Sweetheart  , My love  ,  Lover  ,  Pumpkin   ,  Baby, Darling , Sweetie Pie , Baby Doll  ,  Angel ,  Beloved  ,  Dear, Dearest  ,  Dear one , Deary  ,  Flame ,  Honey bunch  , Lamb
Jewel  ,  Loveling  ,  Pearl  ,  Pet  , Precious  ,  Princess, Prince  , My Sweet  , Sugar  ,  Treasure , True Love  , Beautiful, Beauty  ,  Gem   ,   Saint  ,  Angel Face  , Babe   , Buttercup
Button  , Cherub  , Chica  ,  Dumpling , Little Angel  , Tootsie, Little Darling , Little Doll ,  Little Doll  ,  Number One , Tootsie ,  Doll Face , My Idol ,  My Everything  ,  My Life  ,  True Love , One and Only  Inamorata , Inamorato  , My Passion  , Valentine  ,  Dove ,  Honey Bunny  , Smoochy, Babycake  ,  Dream Girl   Dream Guy  ,  Dreamboat     Heartthrob  , Lovebird , Lady Love  ,   Main Man  , Main Woman  ,  Paramour   , Patootie  ,  Sweet Potato, Squeeze    ,  Steady   ,  Stud Muffin  ,  Sugar Daddy   , Sugar Momma ,   Shnookums , Beautiful Flower  ,  Sugar Lips  ,  Hot Stuff  ,  Hottie  ,   Casanova  ,  Don Juan , Lothario     Beau   ,   Belle  ,  Sugar Plum   ,  Hero   ,  Venus, Goddess  ,  My Enchantment  ,  angel eyes  ,  angel rose  ,  angel face  ,  Baby Doll , baby face  ,  Baby girl  ,  Beautiful Angelbeautiful girl  , bubble baby  ,  BUTTERFLY   ,   Candy girl  ,  cherry lips  ,  China Doll , Cow girl  ,  crazy girl  ,   cutey  ,    Cutie Pie  ,  dancing queen  ,  Ding Dong, Dinky  ,  Doll Face  ,  Dream Girl  ,  Gorgeous  ,  honey baby   Honey boo , horny bitch  ,  Honey Love  ,  hunnie bunnie  ,  Hunny Bee  ,  Hunny Bunny  ,  Lovergirl , over doll  ,  Moon Traveler  ,  Elegant Rose  ,  pretty girl  ,  pretty lady  ,  Rose petal , sexy bitch  ,  Sexy Love  ,  sexy star  ,  Strawberry Lips   Sugar baby  ,  sugar bunny , Sweet Cakes  ,  sweet angel    Sweet Cheek  ,   Sweet Cherry  ,  sweet face  ,  Sweet Heartsweet lips  ,   Sweetie  ,  vanilla bean  ,  wild cat


Reply Message:

Hi,
I have some exclusive picture.
Please send your reply by your regular email, not the craigslist reply thing so I can send a pic of me to you too.
mail me example@gmail.com


Hlw please reply me at my personal mail...i ill give u my hot pic in ur mail
example@gmail.com


hi
Plz reply me at my personal mail form ur regular mail 
then i ill send u my some exclusive hot pic
example@gmail.com


I m a cute girl..r u want to my hot pic?
if u want then mail me in my personal mail then i ill give u some hot pic to ur mail
mail me : example@gmail.com

hi
I m so hot & cute girl...r u want to see my some hot exclusive pic?
if u want to see & get fun then mail me example@gmail.com


How to make classified post on craigslist?

At this time Craigslist work running very famous and it is good money making way. So, a lot of old and new freelancer choose Craigslist work and business for earning good money. But without knowledge and experience no one can start work and earn money from craigslist. Everybody must need experience about craigslist who can earn money from craigslist.
But on the online has no fully free tutorial about craigslist work. There has so many training center where wants cost for train you. A lot of people has no ability to giving money for training.
So, I make craigslist working fully tutorials for everyone at free. Follow my instruction carefully, you can get full experience from my tutorials.

To making post on craigslist, first you need setting up IP proxy changer software for changing your country IP address to posting country Ip address. About IP changer soft and set up guids  







ক্রেগলিস্টে নতুন ও কাজে ইচ্ছুকদের জন্য সম্পূর্ণ বাংলায় ক্রেগলিস্ট টিউটোরিয়াল



আমরা অনেকেই অনেক দিন ধরে ক্রেগলিস্টে কাজ করছি অথবা অনেকেই নতুন করে শুরু করতে চাইছি । আমার জানা মতে বাংলায় তেমন কোন টিউটোরিয়াল নেই তাই আমি নতুন হিসেবে নতুনদের জন্য সামান্য কিছু তথ্য সকলের সামনে উপস্থাপন করলাম । আসুন জেনে নেই আমাদের কি কেন এবং কিভাবে কাজ করতে হবে :)

আমাদের কাজের জন্য যা যা প্রয়োজন হবেঃ-

১.একাধিক ওয়েব ব্রাউজার একসাথে একাধিক মেইল ওপেন রাখার জন্য । তবে সর্বনিম্ন ২ টি ব্রাউজার হলেও কাজ করা যাবে। আপনি ( Mozila FireFox, Google Chrome, SeaMonkey, CometBird, Flock) ব্যবহার করতে পারেন।
২. জিমেইল অ্যাকাউন্ট (ইউএসএ এর নাম ভিত্তিক) ।
৩. জিমেইল অ্যাকাউন্ট ফোন ভেরিফাই করার জন্য ইউএসএ এর ফোন নম্বর ।
w4m ও জব পোস্ট উভয় কাজের জন্য মেইল তৈরি হয়ে গেলে মেইলটিকে অবশ্যই মাদার মেইল এ ফরওয়ার্ড করে দিতে হবে ।
মনে রাখতে হবে জব পোস্ট করার ক্ষেত্রে প্রতিটি মেইল কাজ শুরু করার আগে আমরা যে সিটিতে কাজ করবো তার আইপি দিয়ে তৈরি করতে হবে এবং w4m এ পোস্ট করার ক্ষেত্রে আগে থেকে মেইল তৈরি করে রাখা যেতে পারে তবে জবের জন্য মেইল পুরুষের নাম দিয়ে তৈরি করা ভালো এবং w4m এর জন্য অবশ্যই মেয়েদের নামে করতে হবে।

প্রথম ধাপঃ

আমরা যে সিটিতে কাজ করবো সেই সিটির প্রক্সি আইপি সক্স থেকে চালু করে নিতে হবে এবং চালু হয়ে গেলে নিশ্চিত হবার জন্য ওয়েব ব্রাউজারে টাইপ করতে হবে What is my ip ? or ip2location.com
এরপর মেইল তৈরির জন্য আমেরিকান পুরুষ/ মহিলা এর নাম বাছাই করে নিতে হবে ।
বাছাই করা নাম দিয়ে মেইল তৈরি করতে হবে সেক্ষেত্রে ফোন নম্বরের স্থানে ইউ এস এর ফোন নম্বর ব্যবহার করতে হবে ।

দ্বিতীয় ধাপঃ ( মাদার মেইল ফরওয়ার্ড)

আপনার তৈরি মেইলটিকে মাদার মেইলে ফরওয়ার্ড করে দিতে হবে । এর জন্য আপনাকে দুই ব্রাউজারে দুটি মেইল ওপেন করতে হবে । একটিতে আপানর সদ্য তৈরি করা মেইল এবং অন্যটিতে মাদার মেইল ।

তৃতীয় ধাপঃ (সক্স ওপেন এবং প্রক্সি চালুর নিয়ম)

এবার দেখা যাক কিভাবে আপনি ইউএসএ আইপি ব্যবহার করার জন্য সক্স চালু করবেন
১. প্রথমে আপনাকে আপনার সক্সের জিপ ফাইলটি আনজিপ করে নিতে হবে।
২. এবার আনজিপ হলে সেটিকে শর্টকাট করে ডেস্কটপে নিতে হবে কেননা এটি পোর্টেবল । এর জন্য সবুজ চিহ্নিত Socks escort আইকন এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Send To > Desktop (create shortcut icon) এ ক্লিক করুন। ।
৩. এবার ডেস্কটপে সক্সের আইকনটিতে ক্লিক করতে হবে। লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। প্রবেশের পর বিভিন্ন দেশের নাম থেকে United States এ ক্লিক করুন।
এবার নিচে ইউএসএ এর বিভন্ন State দেখতে পাবেন এবং সেই State কয়টা প্রক্সি আছে সেটি দেখতে পারবেন। এবার আপনি যে State এ পোস্টিং করতে চান সেই State এ ক্লিক করুন। এরপর আপনি ঐ State এর সকল সিটি এর আইপি দেখতে পাবেন, এবার আপনি যে আইপি তে কাজ করতে চান সেই আইপিতে রাইট বাটন ক্লিক করে চালু Obtain To > Default profile এ ক্লিক করতে হবে।
এবার আমরা সক্স এর নিচের দিকে দেখতে পাব একটি সবুজ লাইট অন হয়ে গেছে, তার মানে সক্সটি এখন কাজ করার জন্য প্রস্তুত।
যদি একটি ভালো মানের আইপিতে কাজ করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে সেই আইপি এর পিং রেট 100ms থেকে 150ms এর মধ্যে আছে কিনা এবং ঐ একই আইপি এর Uptime 03:00:00 থেকে 10:00:00 আছে কিনা। এইসকল রেঞ্জ এর মধ্যে থাকা আইপি গুলোর স্পীড বেশি হয় এবং লাইভ হবার সম্ভাবনা বেশি থাকে।

চতুর্থ ধাপঃ (পোস্ট করা ও পোস্ট লাইভ নিশ্চিত হওয়া)

এতক্ষণ আমরা যা করেছি সেটি ক্রেগলিস্টে কাজ করার জন্য সেটআপ সমূহ দেখানো হয়েছে, এবার আমরা যা করবো সেটা হল প্রধান বিষয়। এখন এই ধাপে আমরা দেখব কিভাবে জব সেকশন এ পোস্ট করবেন এবং লাইভ হয়েছে তা বুঝবেন । তো চলুন শুরু করা যাকঃ
১ . ১ম,২য় ও ৩য় ধাপ ওকে করার পর আমাদের বায়ারের দেয়া পোস্ট লিস্ট এক্সেল ফাইলটি ওপেন করতে হবে
২. এখানে জব পোস্টের জন্য যে লিঙ্ক গুল দেয়া আছে সেখান থেকে যে সিটিতে পোস্ট করবেন সেটির জব সেকশন এর পোস্ট লিংক কপি করে ব্রাউজারে ওপেন করে নিন।
৩. এবার আমরা একটা ফর্ম ফেজ পাব যেখানে আমাদের পোস্ট এর টাইটেল , লোকেশন ,ইমেইল ( কাজের শুরুতে আমরা যে মেইল টি তৈরি করেছি সেটি) পোস্টের বর্ণনা , Compenstion এ কত পে করা হবে তা ও জব কি ধরনের হবে এসব ফিল্ড গুলো পূরণ করুন।
৪. এবার পেজের নিচে দিকে Continue এ ক্লিক করুন । এর পর পরবর্তী পেজ আসবে এবং এখানে ও Continue বাটন এ ক্লিক করুন।
৫. এখন একটি কনফার্মেশন লিঙ্ক আপনার নতুন মেইল এ যাবে। সেখান থেকে কনফার্মেশন লিংক এ ক্লিক করুন।
৬. এবার Terms & Condition এর পেজ আসবে। এবার নিচে Agree তে ক্লিক করুন।
পরবর্তী যে পেজ আসবে তার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের পোস্ট লাইভ হয়েছে কি না ।
যদি ফোন নম্বর চায় তাহলে বুঝতে হবে লাইভ হয়নি ।
একই ভাবে আবার পুনরায় ওই জব লিঙ্ক ওপেন করে নতুন করে পোস্ট করুন ।এভাবে প্রতিটি মেইল ও প্রক্সি দিয়ে আপনি একটি সিটিতে ১৫ টি পর্যন্ত পোস্ট করতে পারেন।
যদি আপনার ৩ টি লাইভ হয় তাহলে এর পোস্ট করা যাবে না প্রতিটি পোস্টে ভিন্ন ধরনের জব পোস্ট করুন এবং প্রতিদিন একই সিটিতে পোস্ট না দেওয়াই ভালো ।

বোনাসঃ

এখানে ক্রেগলিস্টে ব্যবহারিত কিছু শব্দের সংজ্ঞা দেয়ার চেস্টা করবো এবং বেশ কিছু টিপস উল্লেখ করবো যার মাধ্যমে আপনি সহজেই পোস্ট লাইভ করতে পারবেন।

সক্সঃ

যে সফটওয়ার এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর প্রক্সি পরিবর্তনের সাথে সাথে আইপি চেঞ্জ করতে পারেন।

লাইভঃ

লাইভ মানে হল আপনি যে পোস্ট করেছেন সেটি একটিভ অবস্থায় থাকা। পোস্টিং এর সময় যেসকল পোস্ট গুলো ক্রেগলিস্ট এপ্রুভ করে ফোন ভেরিফিকেশন ছাড়াই সেগুলোই হল লাইভ। এক্ষেত্রে আপনার যত বেশি লাইভ হবে আপনার লিড এর পরিমান তত বেশি হবে।

লিডঃ

আপনার লাইভকৃত পোস্ট এ যদি কেউ রিপ্লে দেয় তাহলে সেই রিপ্লে প্রথমে আপনার মাদার মেইল এ আসবে এবং সেখান থেকে তা ফরওয়ার্ড হয়ে আপনার কাউন্ট মেইল এ আসবে। তার মানে হচ্ছে যে প্রতিটি রিপ্লেই মানে হল এক একটি লিড, এ ধরনের ১০০০ টি রিপ্লেকে আমরা 1K বলে থাকি।

(flag) ফ্ল্যাগঃ

Flag মানে হল আপনার লাইভকৃত পোষ্টকে ডিলিট করে দেয়া। যখন ক্রেগলিস্ট এর মোডারেটর দেখে যে আপনার পোস্টিং এ স্প্যামিং হয়েছে বা পোস্টিং উপযুক্ত নয় তখন তারা সেই লাইভকে ডিলিট করে দেয়, আর এটাই হল ফ্ল্যাগ।

মাদার মেইলঃ

মাদার মেইল হল সেই ইমেল যে ইমেইল এ আপনার সকল প্রয়োজনীয় মেইল যেমন লিংক কনফার্মেশন, লিড, লাইভ এর মেইল গুলো আসবে সেটি।

কাউন্ট মেইলঃ

এই ইমেইল এ ফিল্টারিং এর মাধ্যমে শুধু মাত্র আপনার লিড গুলো আসবে। এবং আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আপনার মোট কতটি লিড এসেছে।

কিছু প্রয়োজনীয় কথাঃ


১. ধৈর্য্য ধারন করে কাজ করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত লাইভ না হয় ততোক্ষণ ধৈর্য্য সহকারে পোস্ট করতে থাকুন। কারন ধৈর্য্য ছাড়া ক্রেগলিস্ট এ কাজ করে সফল হওয়া যায় না।
২. নিজে নিজে অ্যাড লিখে পোস্ট করার চেষ্টা করুন। এবং আকর্ষণীয় টাইটেল দিতে পোস্ট করুন। সেক্ষেত্রে লিড পাওয়ার সম্ভবনা খুবই বেশি থাকে।
৩. আপনার ইমেইল , লাইভ সহ সকল তথ্য নিয়মিত সংরক্ষণ করুন।
৪. প্রতিদিনের বায়ারের টার্গেট পূরণ করার চেষ্টা করুন।
৫. একই সিটিতে ৩ বার এর বেশি লাইভ করানো থেকে বিরত থাকুন।
৬. W4M এর লাইভ এর জন্য সবচেয়ে ভালো সময় বাংলাদেশের জন্য ভোর ০৫টা থেকে সকাল ১০ টা এবং সন্ধ্যা ০৫ টা থেকে রাত ১০টা। তাই চেষ্টা করুন এই সময়ের মধ্যে পোস্টিং করা ও লাইভ করানোর জন্য। তাহলে আপনি সবচেয়ে বেশি লিড পেতে পারেন। আর জব পোস্টিং এর জন্য সারা দিন রাতই লাইভ হয়।
৭. W4M এর লিড বেশি হয় এবং একসাথে অনেক লিড পাওয়া যায়,কিন্তু W4M এর ফ্ল্যাগ বেশি হয়। অন্যদিকে জব এ লিড ধীরে ধীরে আসতে থাকে কিন্তু ফ্ল্যাগ কম হয়।
৮. সক্স ব্যবহারে মিতব্যায়ি হোন । অযথা বার বার আইপি চেঞ্জ করবেন না। এতে করে আপনার জন্য বরাদ্দকৃত আইপি এর পরিমান কমে যেতে পারে, তাছাড়া ক্রেগলিস্ট বাদে ঐ আইপি দিয়ে অন্যকাজ করবেন না।
৯. সক্সে যদি কোন সমস্যা হয় তাহলে লগ আউট করে পুনরায় লগইন করুন। তাতেও যদি না হয় তাহলে পিসি রিস্টার্ট দিন।
১০ সক্স চালানর জন্য উইন্ডোজ সেভেন ব্যবহার করুন, আর যারা এক্সপি ব্যবহার করেন তারা .Net 3.0 ইন্সটল করে নিন। অন্যথায় সক্স কাজ করবে না।
যারা সম্পূর্ণ নতুন তাদের কাজ করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তবে সেক্ষেত্রে অন্যদের কাছ থেকে কিছুটা সাহায্য নিলে আশা করি কোন সমস্যা হবে না । আমাদের টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে পড়ার জন্যা ধন্যবাদ।









How to submit a free craigslist post
Follow the steps below to submit a free post to craigslist without using an account.
If you want to post using a craigslist account, go to your account homepage. On the far right side of the page, you will see a dropdown list that allows you to select a craigslist city for your post. Select the desired site, click the "go" button, and then follow the steps below starting with step 3. (If you are having trouble finding the correct craigslist site, please visit our list of available sites, and choose the most appropriate one.)
Please note that the steps may vary a bit depending on the category of your post.

Choose a category for your post
1. Visit our homepagecraigslist.org.
SF bay area craigslist site header.
  • Make sure the location named at the top is where you want to post.
  • If the location is not correct, visit our list of available sites, and choose the most appropriate one.
2. Click "post to classifieds" in the top-left corner.
Post to classifieds link.
3. Select a category for your post.
Choose what type of post.
Depending on the type of post, you may be asked to choose additional categories.
  • In "for sale" you can select a more specific category (such as "bicycles - by owner").
  • In some cities, you may be asked to select a subarea (for example, "manhattan") and a specific neighborhood (for example, "Lower East Side").
Create your post
4. Enter the text for your post.
Enter text for free posting.
This page will vary depending on the category of your post. The important fields are:
  • posting title: your post's name. It will appear in the main list of posts.
  • posting description: the body of your post.
  • reply to: the email address you want to use for responses. Please enter it twice.
5. When you are finished writing your post, click "continue" at the bottom of the screen:
Continue button.
6. In some categories you will have the option to add images to your post.
  • For further assistance with uploading images, please visit this page.
  • When you're finished adding images, click "done with images."
Image upload.
Confirm and submit
7. Make sure your post looks right.
  • Confirm that your email address and the location of your post are accurate.
  • To make changes, click "edit text" or "edit images."
  • If everything looks good, click "publish."
Free posting preview.
8. You will now need to confirm your post via email.
Further action is required notification.
  • When the system says "further action is required," check your your email for a new message from craigslist.
9. Open the email from craigslist, and click the confirmation link.
  • If you are unable to click on the link, try copying and pasting it into your web browser.
  • You may be asked to review the terms of use or confirm your phone number before finalizing your post.
Posting confirmation email.
Your post should appear on craigslist about 15 minutes after you confirm your email address.

Site posting confirmation message.






যারা এখন ও কাজ শুরু করেন নি, কিন্তু কাজ করতে আগ্রহী তারা এক পলকে দেখে নিতে পারেন ক্রেগলিস্ট কি এবং কিভাবে শুরু হয়েছিলো।

ক্রেগলিস্ট কি

ক্রেগলিস্ট হল একটি অনলাইন বিজ্ঞাপন প্রচার নেটওয়ার্ক যা বিশ্বব্যাপী মুক্ত অনলাইন বিজ্ঞাপন প্রচার মাধ্যম হিসাবে কাজ করছে যেখানে রয়েছে একাধিক বিভাগ যেমন, জব, সেল, সার্ভিস, হাউজিং মোট কথায় বাসা ভাড়া থেকে শুরু করে আপনি আপনার অবসর বিনোদনের জন্য একজনকে খুজে নিতে পারেন ।

ক্রেগলিস্টের পদযাত্রা

১৯৯৬ সালে ওয়েব ভিত্তিক কার্যক্রম শুরু হওয়ার পূর্বে ক্রেগ নিউমার্ক ১৯৯৫ সালে সান ফ্রান্সিসকো বে এরিয়ার বন্ধুদের ইমেইল ছড়িয়ে দেয়ার জন্য এই কার্যক্রম শুরু করেন এবং এই মেইল গুলকে বিভিন্ন বিভাগে বিভক্ত করেন ।অতি দ্রুতই ব্যবহারকারীর সংখ্যা ও জনপ্রিয়তা বারতে শুরু করলো । নিউমার্ক বিস্মিত হলেন যে কোন প্রকার মডারেশন বা আনুষ্ঠানিকতা ছাড়াই সকলে এই মেইলিং লিস্ট কাজে লাগাতে শুরু করলেন ।ঠিক যখন মানুষ দেখল যে এই মেইলিং লিস্ট গুলো তাদের নিজেদের ও তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য বেশ ফলপ্রসূ হচ্ছে তখন তারা এর উপরকারিতা উপলব্ধি করতে শুরু করলো, আর সেই কথা এবং সুবিধা চিন্তা করে নিউমার্ক শুরু করলেন “জবস” নামক একটি বিভাগ, যেখানে শুধুমাত্র জব বিষয়ক সকল পোস্ট দেয়ার সুবিধা সংযুক্ত করা হল। দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধির সাথে সাথে আরো বিভিন্ন বিভাগ সংযুক্ত করা হলো। প্রথমিক দিকে প্রযুক্তির কিছুটা সীমাবদ্ধতা ছিল তাই জুন ১৯৯৫ এ Majordomo নামের একটি মেইলিং লিস্ট ম্যানেজার সফটওয়্যার সেখানে সংযুক্ত করা হল।জনপ্রিয়তা ও ব্যবহারকারীর কথা ভেবে নিউমার্ক ১৯৯৬ সালে craiglist.org নিবন্ধিত করলেন এবং ওয়েবসাইট হিসেবে উন্মুক্ত করলেন ।
প্রথম থেকেই নিউমার্ক এর আশা ছিলেন তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তাই তিনি ১৯৯৮ সালের প্রথম দিকে “হার্ড কোডিং জাভাস্ক্রিপ” হিসাবে ক্যারিয়ার গড়ার। কিন্তু তার মনে প্রানে ক্রেগলিস্ট ছিল সুপ্ত বাসনা হিসাবে। যা পরবর্তীতে তাকে এনে দেয় অসম উচ্চতা।পরে ১৯৯৮ এর শেষের দিকে “লিস্ট ফাউনডেশন” নামে তার কোম্পানি যাত্রা শুরু করলো। কিন্তু ৩ থেক ৪ মাস পর তিনি উপলব্ধি করতে পাড়লেন এই একই নামে একাধিক প্রতিষ্ঠান আছে তাই তিনি ওই নাম ব্যবহার বন্ধ করলেন।
ঠিক ওই সময় সাইটের জনপ্রয়িতা এতটাই বৃদ্ধি পেল যে তিনি তার ক্যারিয়ার ইন্জিনিয়ারিংয়ের কথা ভুলে ফুল টাইম ক্রেগলিস্ট নিয়ে কাজ শুরু করলেন এবং ২০০০ সালের এপ্রিলে তার সান ফ্রান্সিসকো বে অফিসে ৯ জন কর্মচারী নিজুক্ত ও বর্তমান CEO জিম বাকমাষ্টারকে কোম্পানির প্রধান প্রোগ্রামার ও CTO পদে নিযুক্ত করা হয়েছিলো এবং তিনি তখন সাইটে বেশ কিছু নতুন বিভাগ সংযুক্ত করেন এবং ধীরে ধীরে এর প্রসার ঘটতে থাকে পরবর্তীতে তাকে CEO পদে অধিষ্ঠিত করা হয় এবং ওই সালেই সাইট ইউ এস এর ৯ টি শহরে , ২০০১ এ ৪ টি , ২০০২ এ ১ টি এবং ১৪ টি শহরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে ।
সৃষ্টি থেকে ২০০৩ এর শেষ পর্যন্ত ক্রেগলিস্ট সম্পূর্ণ ফ্রী সেবা দিয়ে আসছিল পরে ১লা অগাস্ট ২০০৪ এ নিউ ইয়র্ক ও লস এঙ্গেলসে জব পোস্টিঙের জন্য ২৫ ডলার চার্জ করা শুরু হল এবং একইদিনে নতুন বিভাগ হিসেবে “গিগস” সংযুক্ত করা হল এবং সেখানে ফ্রী ও বেশ কিছুতে স্বল্প চার্জে পোস্ট করা যেত। তবুও থেমে থাকলো না এর প্রসার,দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো জনপ্রিয়তা এবং বর্তমানে প্রায় ৫০ টির বেশি দেশ জুড়ে এর বিস্তার ঘটেছে ।

বিভিন্ন দেশে বিস্তাতের সাল গুলোঃ

  • মার্চ ১৯৯৫ - San Francisco Bay Area
  • জুন ২০০০ - Boston
  • অগাস্ট ২০০০ - Chicago, Los Angeles, New York, Portland, San Diego, Seattle, Washington, D.C
  • অক্টোবর ২০০০ - Sacramento
  • নভেম্বর ২০০৪ - Amsterdam, Bangalore, Paris, São Paulo, and Tokyo became the first cities outside primarily English-speaking countries.
সর্বশেষে ৯ ই অগাস্ট,২০১২ তে ৭০ টি দেশের প্রায় ৭০০ শহর সংযুক্ত করা হয় । যার মধ্যে রয়েছে বাংলাদেশ ও। তাই বলা চলে যে অদুর ভবিষ্যৎ তে আমাদের দেশের বিভাগ গুলোর জন্য আমরা আলাদা আলাদা সাইট পাবো।

পোস্ট ফ্ল্যাগ না হওয়ার ৫ গুরুত্বপূর্ণ টিপস

ক্রেগলিস্ট এ পোস্ট করার সময় যে সমস্যা সবচেয়ে বেশি হয় সেটি হল দ্রুত ফ্ল্যাগ হয়ে যাওয়া। এর কারনে কাঙ্ক্ষিত লিড থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি, তাই আপনি যত বেশি সময় ধরে আপনার পোস্ট লাইভ রাখতে পারবেন ততোবেশি লিড আসবে,কেননা অনলাইন মার্কেট প্লেস এ অনেক বায়ার ২৪ ঘণ্টা লাইভ না রাখতে পারলে পেমেন্ট দেয় না তবে অনেক সেকশন আছে যেখানে ২৪ ঘণ্টা লাইভ রাখা অনেক কষ্টের হয়ে দাড়ায়।
আসুন দেখি নেই কিভাবে আপনি এই ফ্ল্যাগ থেকে মুক্তি পাবেন।

১. বিরত থাকুন কপি পেস্ট এড থেকে।

কপি পেস্ট এড ক্রেগলিস্টের এড ফ্ল্যাগ হবার সবচেয়ে বড় কারন। আপনি যদি অন্য কারো এড কপি করে নতুন এড পোষ্ট করে তাহলে আপনার ফ্ল্যাগ হবার সম্ভবনা ৯০% । কারন ক্রেগলিস্টের পলিসিতে দেয়া আছে ৪৮ ঘণ্টার মধ্যে যদি একই সিটিতে একই পোষ্ট করা হয় তাহলে তা অটোমেটিক ভাবেই ফ্ল্যাগ হয়ে যাবে। সুতরাং নিজে নিজে এড লেখার চেষ্টা করুন এবং প্রয়োজনে অন্যের এড ব্যবহার করার ক্ষেত্রে তা যথেষ্ট পরিমানে এডিট করে নিয়ে তার পর আবার পোষ্ট করুন।
আর সব চেয়ে ভালো হয় যদি আপনি ইমেজ সহকারে এড পোষ্ট করেন। এতে করে আপনার একই লেখা বার বার পোষ্ট করার কোন ঝামেলা হবে না। মাঝে মাঝে শুধুমাত্র ইমেজ ফাইলের নাম পরিবর্তন করে নতুন কোন হোস্টিং সার্ভারে আপলোড করলেই আপনি ইউনিক লিংক পাবেন। যা দিয়ে আপনি সহজেই পোষ্ট অনেকক্ষণ লাইভ রাখতে পারেন।

২.ব্যবহার করুন সঠিক IP:

ফ্ল্যাগ হবার আর একটি অন্যতম কারন হচ্ছে সঠিক আইপি নির্বাচন না করা। আপনি যদি নিউ ইয়র্ক এর লং আইসল্যান্ড এ পোষ্ট করেন কিন্তু আপনি নেন ক্যালিফোর্নিয়ার অন্য একটি সিটির তাহলে আপনার পোষ্ট হবে ঠিকই কিন্তু লাইভ হবে না। অটোমেটিক ভাবে তা ফ্ল্যাগ হয়ে যাবে। তাই যে সিটিতে পোষ্ট করবেন ঠিক সেই সিটিতেই আইপি নিবেন।

৩. পিভিয়ে বা ফোন নম্বরের ব্যাবহারঃ

অনেকই খুব কম দামে পিভিয়ে বা ফোন ভেরিফাই অ্যাকাউন্ট ব্যবহার করছেন তবে সে ক্ষেত্রে সফলতার হার অনেক কম কেননা তারা জানেন না যে তাদের ফোন নম্বর কোন সিটির তাই এক সিটির পিভিয়ে দিয়ে অন্য সিটিতে পোস্ট করছে এতে খুব দ্রুতই ফ্ল্যাগ হয়ে যায় । পোস্ট লাইভ রাখতে হলে আপনাকে অবশ্যই যে সিটির আইপি নিয়ে কাজ করছেন সেই সিটিতে সেই সিটির ফোন নম্বর ব্যবহার করতে হবে অন্যথায় খুব দ্রুত ফ্ল্যাগ হয়ে যাবে।

৪. দ্রুত পোষ্ট করা থেকে বিরত থাকুন।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময় বাঁচানোর জন্য একসাথে অনেক গুলো পোষ্ট করে। যা মোটেও ঠিক নয়। এতে করে একসাথে সব পোষ্ট ই ফ্ল্যাগ হয়ে যায়। তাই একটি পোষ্ট করার ২-৩ মিনিট পর অন্য পোষ্ট করতে হবে, তা না হলে ক্রেগলিস্ট এর বট আপনাকে স্প্যামার হিসাবে ধরে ফেলবে এবং অটোমেটিক ফ্ল্যাগ করে দিবে।

৫. টাইটলে রাখুন সহজ ও সুন্দর।

অনেকের অভ্যাস আছে যে টাইটেল এ বিভিন্ন সাঙ্কেতিক অক্ষর যেমন !@#$%$&*>:< এসব ব্যবহার করেন। আপনি যদি এসব আপনার পোষ্ট বা টাইটলে এর মধ্যে ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি ই ফ্ল্যাগ হয়ে যাবে। কারন এসব অক্ষর দেখা মাত্রই এডমিন সেই পোষ্ট কে দ্রুত ফ্ল্যাগ করে দেয়।
তাই আপনি যদি চান আপনার পোষ্টকে অনেকক্ষণ ধরে লাইভ রাখতে এবং বেশি করে রিপ্লে পেতে তাহলে উপরের রুলস এবং টিপস গুলো মেনে চললেই হবে।

লক্ষণীয়ঃ

অনেকেই পিভিয়ে / ইউ এস এর ফোন নম্বর কিনছেন কিন্তু কোন সিটির নম্বর তা জানেন না বা যার কাছ থেক কিনছেন তারা জানাচ্ছেন না এতে এক ফোন নম্বর অন্য সিটিতে ব্যবহার করছেন আর এতে পোস্ট লাইভ হলেও সহজেই ফ্ল্যাগ হয়ে যাচ্ছে তাই অবশ্যই নম্বর কেনার আগে ভাল ভাল কিছু সিটির ফোনে নম্বর কিনবেন এবং সেই সিটিতে পোস্ট করবেন। এতে করে আপনার পোস্ট লাইভ থাকার সম্ভনা বেশি থাকবে।
আসলে কোন কাজেই আয় করার সহজ কোন পন্থা নেই। আপনাকে পরিশ্রম করতেই হবে। কেউ যদি আপনাকে বলে যে আপনি মাত্র ২০ হাজার টাকা দিয়ে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন প্রতিদিন ৩-৫ ঘণ্টা কাজ করে তাহলে আপনি ধরে নিবেন তিনি আপনার সাথে প্রতারণা করছেন। কারন দিন দিন ক্রেগলিস্টে কাজ দুর্গম হয়ে যাচ্ছে। এডমিনরা এখন অনেক সতর্ক ফেক পোস্টিং এ। অতএব যত আপনি নরমাল ভাবে পোস্ট করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন।

আর সব কিছু ভেবে চিন্তা করে তার পর কাজে নামা উচিৎ। কারন ক্রেগলিস্ট এ কাজ করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাই এখানে আপনার কিছুটা রিস্ক থেকে যায়। তাই প্রথমে অল্প টাকা নিয়ে শুরু করুন। এর পর বিশ্বস্ত বায়ার পেলে এবং পেমেন্ট বিষয়ে নিশ্চিত হলেই শুরু করে দিন বেশি বেশি ইনভেস্ট আর আয় করুন কাঙ্ক্ষিত অর্থ।